প্রথম পাতা খেলা স্বপ্নার বাগান প্রিমিয়ার লিগ ২০২২: খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হল সুকান্ত উদ্যানে

স্বপ্নার বাগান প্রিমিয়ার লিগ ২০২২: খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হল সুকান্ত উদ্যানে

283 views
A+A-
Reset

নিজস্ব প্রতিনিধি: স্বপ্নার বাগান ক্লাবের উদ্যোগে, স্বপ্নার বাগান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ২০২২-এর খেলোয়াড়দের নিলাম (Auction) অনুষ্ঠিত হয়ে গেল সুকান্ত উদ্যানে। প্রত্যেক বছরের মতো এ বছরও নিলাম ঘিরে ছিল টানটান উত্তেজনা।

৬ বছরে পদার্পণ করল এই টুর্নামেন্ট। মোট আটটা টিমের এই খেলা যা অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। এই টুর্নামেন্টে ৪০ বছর থেকে শুরু করে তার থেকে বেশি বয়সের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবেন।এ বছর ৬৮ বছরের একজন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। প্রত্যেকটি টিমে ৯জন করে প্লেয়ার থাকবেন এবং ৭ওভার করে প্রত্যেকটা ম্যাচ হবে। সুকান্ত উদ্যানে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আইপিএল-এর ধাঁচে এই টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, স্বপ্নার বাগান স্পোর্টিং ক্লাবের সভাপতি কৃষ্ণা সেনগুপ্ত, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস বি পি এল ৬০-৪০ ক্রিকেট টুর্নামেন্ট, শ্রী অনিন্দ্য সেনগুপ্ত এবং অভিনেত্রী শ্রেয়া পান্ডে এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.