প্রথম পাতা খবর গঙ্গাসাগর মেলা নজরদারিতে নতুন কমিটি করতে বলল হাই কোর্ট, বাদ শুভেন্দু

গঙ্গাসাগর মেলা নজরদারিতে নতুন কমিটি করতে বলল হাই কোর্ট, বাদ শুভেন্দু

262 views
A+A-
Reset

কলকাতা: গঙ্গাসাগর মেলার নজরদারিতে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। নতুন কমিটিতে বাদ রাজ্যের বিরোধী দলনেতা। এর আগের কমিটিতে তাঁকে রাখা হয়েছিল। এর ফলে কমিটি থেকে বাদ পড়লেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। কমিটি থেকে শুভেন্দুকে সরানো নিজের জয় দেখেছ রাজ্য সরকার।  

রাজ্যের করোনা পরিস্থিতিতে এ বছর গঙ্গাসাগর মেলা বন্ধ রাখা উচিত। এই আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। এর সঙ্গে আরও পাঁচটি মামলা হয়। সব মামলাগুলি একত্র করে হাই কোর্টে শুনানি হয়েছিল। শুনানির পর তিন সদস্যের এখটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেখানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন ওঠে, ওই কমিটিতে যে সব সদস্য রয়েছেন, তাঁরা কোভিড নিয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে পারবেন?

শুনানিতে কমিটিতে কোনও চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ করার আর্জিও জানানো হয়েছিল। অবশেষে হাই কোর্ট পুরনো কমিটি ভেঙে নতুন একটি কমিটি তৈরির নির্দেশ দিয়েছে। নতুন কমিটিতে অবশ্য কোনও চিকিৎসক বা স্বাস্থ্য বিশেষজ্ঞকে নেই। হাই কোর্ট বলেছে, মেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই নতুন কমিটি। তবে কোভিড সংক্রমণ নিয়ে যাবতীয় বিধি-নিষেধ এবং ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকেই।

আরও পড়ুন: করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর, ভর্তি আইসিইউ-তে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.