গোয়া বিধানসভা ভোটের আগে বড় আঘাত পদ্ম শিবিরে। বিজেপি ছাড়লেন বিজেপি বিধায়ক তথা মন্ত্রী মাইকেল লিবো। দল ছাড়ার পরে তাঁর মন্তব্য, এলাকার মানুষদের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছে।
বিজেপি শিবিরে এই ভাঙনের পরপরই গোয়ার রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জল্পনা। দল ছাড়ার পরে এবার ওই বিধায়ক কী করবেন, কোন দলে যোগ দেবেন। তৃণমূল কংগ্রেস নাকি কংগ্রেস?
দল ছাড়ার পর গোয়ার বিজেপি বিধায়ক মাইকেল লিবোর বক্তব্য, “মন্ত্রী পদথেকে ইস্তফা দিয়েছি মানুষের কথা ভেবেই। আমার বিধানসভা এলাকার মানুষ নিশ্চয় বুঝবেন সেকথা। বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছি। এখনও পরের পদক্ষেপ চূড়ান্ত করিনি। একাধিক রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে।’
কোন দলে যোগ দিতে চলেছেন বিজেপি নেতা।এই নিয়ে জল্পনার পারদ চড়ছে ভোটমুখী গোয়ায়।
বিধায়ক এবং মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর লিবো প্রকাশ্যেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
তিনি বলেন, দল যেভাবে দলের নেতা কর্মীদের সঙ্গে আচরণ করছে তা অত্যন্ত দুঃখ জনক। এই কারণে তিনি নিজেও অত্যন্ত দুঃখ পেয়েছেন বলেও জানিয়েছেন প্রাক্তন এই মন্ত্রী। দলের মধ্যে থেকে কাজ করতে পারছিলেন না বলেও অভিযোগ করেছেন লিবো।