গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, হাসপাতালে দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী
গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভর্তি করানো হল এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে। জানা গিয়েছে শিল্পীর রয়েছে শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণ।
বৃহস্পতিবার শিল্পীর স্বাস্থ্যের অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিল্পীর কন্যার সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী নিজেই তাঁকে হাসপাতালে ভর্তি সিদ্ধান্ত নেন।
জানা গিয়েছে, হাসপাতালে ভর্তির পর নবতিপর এই শিল্পীর একাধিক পরীক্ষা নিরীক্ষা করা শুরু হয়েছে। সূত্রের খবর, অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়কে দেখতে এদিনই হাসপাতালে দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা নিজে।
শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা মুখোপাধ্যায় এর ফুসফুসে সংক্রমণ রয়েছে। এছাডাও শ্বাসকষ্ট রয়েছে এবং সামান্য জ্বরও রয়েছে। বুধবার রাত থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁর ব্যক্তিগত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সেই মতো শিল্পীকে হাসপাতালে ভর্তি করানো হয়।