প্রথম পাতা খেলা ৭ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল

৭ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল

258 views
A+A-
Reset

মুম্বই: ২৭ মার্চ থেকে আইপিএল শুরু হতে পারে। সূত্রে এমনটাই জানা গিয়েছে। এ বারের আইপিএল-এর পুরোটাই সম্ভব মুম্বইয়ে হবে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠকে এই নিয়ে কোনও সিদ্ধান্ত না হলেও জানা গিয়ে এ রকমটা ধরে নিয়েই এগোচ্ছে বোর্ড।
আইপিএল-এর জন্য মুম্বইকে বাছার প্রথম কারণ, সেখানে কোভিডের সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে। তা ছাড়া মুম্বইতে প্রতিযোগিতা করলে এক সঙ্গে তিনটি স্টেডিয়াম পাওয়া যাবে। ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং নবী মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচগুলি হবে। এই সুবিধা আর কোনও শহরে নেই। ফলে মুম্বইতে প্রতিযোগিতা করলে দলগুলিকে বিমানে যাতায়াত করতে হবে না। প্রয়োজন হলে পুণেতেও খেলা হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে।
গত বছর কোভিড পরিস্থিতির মধ্যে আইপিএল ভারতেই শুরু হয়েছিল। চেন্নাই, মুম্বই, আমদাবাদ ও দিল্লিতে খেলাগুলি হয়েছিল। কিন্তু কিছু দিন প্রতিযোগিতা চলার পরে একাধিক দলে কোভিডের সংক্রমণ শুরু হয়।তাই মাঝপথে প্রতিযোগিতা বন্ধ করে দিতে হয়। দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরশাহিতে হয়। তাই এ বার ঝুঁকি না নিয়ে একটিই শহরে আইপিএল করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
জানা গিয়েছে, ২০ ফেব্রুয়ারির মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

আরও পড়ুন : আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের স্মৃতি মন্ধানা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.