266
রাজ্যের বুকে সামনেই রয়েছে চার চারটি পুরসভার নির্বাচন। আর এই ভোট নিয়ে আলোচনা করতেই ফের একবার সর্বদল বৈঠকের ডাক দিল রাজ্য নির্বাচন কমিশন।
এই সর্বদল বৈঠকটি হবে বুধবার বিকেলে কমিশনের দফতরেই। এই বৈঠকের ব্যাপারে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, বৈঠকে প্রত্যেক রাজনৈতিক দলের থেকে দু’জন করে প্রতিনিধি থাকতে পারবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারির ১২ তারিখে রাজ্যের চার পুর নিগম আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগরে ভোটগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করে আগেই রাজ্যের সাধারণ মানুষকে জানিয়েছে কমিশন।
কমিশনের তরফে এটাও জানানো হয় যে, এই ভোটের গণনা হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এক্ষেত্রে বিজেপি-র তরফে আবেদন, আরও কিছু দিন পিছিয়ে দেওয়া হোক এই নির্বাচন পর্ব। একই সঙ্গে অভিযোগ যে, এই ভোট নিয়ে মেনে চলা হচ্ছে না কলকাতা হাই কোর্টের রায়।