প্রথম পাতা খবর রাজ্যের সবগুলি শহরকেই কলকাতার মতো চকচকে করে তুলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের সবগুলি শহরকেই কলকাতার মতো চকচকে করে তুলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

282 views
A+A-
Reset

এবার কলকাতাকে অনুকরণ করে রাজ্যের অন্যান্য পুরনিগমগুলির উন্নয়নের কাজকেও একইভাবে এগিয়ে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের চার পুর নিগমের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই দেখা যায় চার জায়গাতেই বিপুল জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এর পর পরই এই চার পুর নিগমের উন্নয়নের কথা প্রসঙ্গে ওই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘শুধু টাকা হলেই হবে না। টাকাকে সঠিকভাবে পরিকল্পনা অনুযায়ী কাজে লাগাতে হবে। এর পাশাপাশি মনটাকেও ‘সবুজ’ করে তুলতে হবে। সবুজ মন মানে সরলতা আর সৌন্দর্য।’’

এদিন রাজ্যের চার পুরসভার নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের খবর পেতে পেতেই কলকাতা থেকে শিলিগুড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কলকাতা যেমন ঝকঝক-চকচক করছে তেমন শিলিগুড়িকেও আরও চকচকে দেখতে চাই।

শুধু শিলিগুড়ি নয়, বিধাননগর, আসানসোল ও চন্দননগরের জন্যেও একই কথা বলছি। কী ভাবে এই উন্নয়নের কাজ করবেন, কী করে করবেন তার জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করুন।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.