ছাত্র নেতা আনিস খানের দাদা সাবির খান জানান, তাঁরা আনিস খানের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করায় ফোনে হুমকি আসছে।
মঙ্গলবার বার বার সিট আনিস খানের বাড়িতে আসে। আনিস খানের বাড়ির লোকেরা পরিস্কার জানান, সিটের ওপর তাঁদের কোনও আস্থা নেই, তাই তাঁরা সিবিআই তদন্তের দাবি করেন। রাতে তদন্তকারীরা আনিসের মোবাইল নিজেদের হেফাজতে নেওয়ার নোটিশ দিলে আনিসের বাড়ির লোকে তা দিতে অস্বীকার করেন এবং নোটিশেও সই করেননি।
পরিবারের অভিযোগ, রাত ১-০৪ নাগাদ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে হুমকি দেয় সিবিআই তদন্ত চাইলে পৃথিবী থেকে পরিবারের সবাইকে সরিয়ে দেওয়া হবে।
জানা গেছে, আনিসের দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের সম্ভাবনার কথা আনিসের পরিবারকে জানান আধিকারিকরা। তদন্তের স্বার্থে আনিসের কোথায় কোথায় চোট লেগেছে এবং নখের নমুনা জানা খুবই প্রয়োজন।