প্রথম পাতা খবর হুমকি ফোনের অভিযোগ মৃত আনিসের পরিবারের

হুমকি ফোনের অভিযোগ মৃত আনিসের পরিবারের

256 views
A+A-
Reset

সিবিআই তদন্ত চাইলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি।আতঙ্ক হাওড়া আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের পরিবারের।আনিসের দাদা সাবির খানের অভিযোগ, মঙ্গলবার রাত ১টা ৪ মিনিট নাগাদ অচেনা নম্বর থেকে হুমকি আসে। ফোনে রীতিমতো হুমকি দিয়ে বলা হয় সিবিআই তদন্ত চাইলে বাপ-বেটাকে খুন করা হবে।আনিস মৃত্যুরহস্য উদঘাটনের আগেই এমন হুমকি ফোন পরিবারের সদস্যদের আতঙ্কিত করেছে বলে বুধবার সকালে দাবি করেছেন দাদা সাবির খান।

আনিস কাণ্ডে তদন্তকারী দল সিট বুধবার দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চাইলেও তার পরিবার এতে সম্মত দেয়নি। তাঁদের সাফ জবাব আদালত বা সিবিআই চাইলেই দ্বিতীয় বার ময়না তদন্ত হবে। এমকি মৃত ছাত্র নেতার ফোনটিও পরিবারের সদস্যরা তদন্তকারী দলের হাতে তুলে দিতে নারাজ।

আনিসকাণ্ডে সিট গঠন করে সত্য উদঘাটনের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ইতিমধ্যেই তিন সদস্যের সিটও গঠন করা হয়। যেখানে রয়েছেন রাজ্যের এডিজি-সিআইড জ্ঞানবন্ত সিং, ডিআইজি-সিআইড মিরাজ খালিদ এবং বারাকপুরের যুগ্ম কমিশনার ধ্রুবজ্যোতি দে। ১৫ দিনের মধ্যে সিটকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সিট তদন্তভার হাতে নেওয়ার পরপরই আমতা থানার পুলিশ কর্মীদের জিঞ্জাসাবাদ করা হয়। স্বচ্ছ তদন্তের স্বার্থে তিন পুলিশ কর্মীকে সাসপেন্ডও করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু কাউকেই গ্রেফতার করা হয়নি।

আনিসের পরিবার কিন্তু শুরু থেকেই খুনের অভিযোগে সরব। কাঠগড়ায় তুলেছে পুলিশকে। পরিবারের অভিযোগ ময়নাতদন্তের রিপোর্টেও কারচুপি হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.