প্রথম পাতা খবর ৫০০০ শিক্ষার্থীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

৫০০০ শিক্ষার্থীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

268 views
A+A-
Reset

লক্ষ্মীর ভাণ্ডার ও দুয়ারে রেশনের পর এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড।নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ৫ হাজার শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হল উচ্চশিক্ষার জন্য সহজ শর্তে ঋণ।মাত্র ৪ শতাংশ সুদে ১৫ বছরের জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ঋণ মিলছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে।রাজ্যে এই মুহূর্তে এসবিআই, পিএনবি সহ ১৪টি ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ঋণ দিচ্ছে।আর সেই সমস্ত ঋণেরই গ্যারেন্টার রাজ্য সরকার।ব্যাঙ্ক কর্তাদের কাছে তাই দ্রুত ঋণ মঞ্জুরকরার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও সহজে উচ্চশিক্ষার সুযোগ…। এই ট্যাগ লাইনকে সামনে রেখে নেতাজি ইন্ডোরে শুরু হয়েছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদানের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিক্ষা সচিব মনোজ পন্থ সহ পদস্থ আধিকারিকরা।ছিলেন কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও। আমন্ত্রিত ছিলেন রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাঙ্কের কর্তারাও। অনুষ্ঠান মঞ্চ থেকেই রিমোট কন্ট্রোলের সাহায্যে চিংড়িহাটা ফুট ওভারব্রিজের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উপকারিতার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। দাবি করেছেন দেশে বাংলাই একমাত্র রাজ্য, যেখানে উচ্চশিক্ষার ঋণের গ্যারেন্টার সরকার। শুধু উচ্চশিক্ষাই নয়, চাকরির পরীক্ষার কোচিংও নেওয়া যাবে এর মাধ্যমে।দশম শ্রেণি থেকে উচ্চশিক্ষা… ৪০ বছর বয়সসীমা পর্যন্ত মিলতে পারে ঋণ। মুখ্যমন্ত্রী জানান, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এপর্যন্ত ১৫৪২ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে আরও জনপ্রিয় করতে সমস্ত ব্যাঙ্ক কর্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।সহজ শর্তে ঋণ দিতে কিছু ব্যাঙ্ক গড়িমসি করায় ক্ষোভ প্রকাশও করেন। বলেন, সরকার গ্যারেন্টার যখন, তখন ঋণ দিতে অসুবিধে কোথায়।

শিক্ষা-কৃষ্টি-সংস্কৃতি…সবকিছুতেই বিশ্বে আলাদা করে নজর কেড়েছে বাংলা।অতীত থেকে বর্তমানের প্রসঙ্গ টেনে এনে নবীন প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী। নিজের উপর অটুট আস্থা রেখেই শিখরে পৌঁছনোর আহ্বান জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.