প্রথম পাতা খবর রঞ্জি ক্রিকেটে নজর কাড়লেন বাংলার অভিষেক

রঞ্জি ক্রিকেটে নজর কাড়লেন বাংলার অভিষেক

283 views
A+A-
Reset

রঞ্জি ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে রীতিমতো আত্মবিশ্বাসী ছন্দে রয়েছে অভিমন্যু ঈশ্বরণের বাংলা।কটকের বারাবটি স্টেডিয়ামে হায়দরাবাদের বিরুদ্ধে রীতিমতো লড়াকু মেজাজে খেলছে অরুণলালের ছেলেরা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছে ২৪২ রান।জবাবে দিনের শেষে হায়দরাবাদ ২টি উইকেট খুইয়ে তুলেছে ১৫ রান। বাংলার প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান করেছেন উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েল।হায়দরাবাদের ২ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন মিডিয়াম পেসার মুকেশ কুমার।

মাত্র ৮৮ রানে মুড়িয়ে গিয়েও বরোদার বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল বাংলা।প্রথম ম্যাচের সেই আত্মবিশ্বাস যেন ধরা পড়ল দলের দ্বিতীয় ম্যাচেও। বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে টসে হেরেও বাংলার সংগ্রহ ২৪২ রান। বরোদা ম্যাচের মতোই ব্যাট হাতে দলকে নির্ভরতা দিলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েল। ৬২ বলে তাঁর সংগ্রহ ৭৩ রান। সুযোগ পেয়েই রঞ্জির দুই ম্যাচে দুটি অর্ধশত রানের ইনিংস খেললেন তিনি। এদিন অভিষেকের ৭৩ রানের ইনিংসে রয়েছে ১০ টি বাউন্ডারি।বাংলার প্রথম ইনিংসে শাহবাজ আহমেদ ৪০, সায়ন শেখর মণ্ডল ৩৪ এবং ঋতিক রায় চৌধুরী ৩৩ রান করেছেন। অধিনায়ক ঈশ্বরন শূন্য ও মনোজ তিওয়ারি মাত্র ২ রান করেছেন। হায়দরাবাদের তনয় ত্যাগরাজন ৫ টি এবং রবি তেজা ৩টি উইকেট তুলে নিয়েছেন।

বাংলার প্রথম ইনিংসের ২৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় তন্ময় আগরওয়ালের হায়দরাবাদ।মিডিয়াম পেসার মুকেশ কুমারের বলে শূন্যরানেই পর পর সাজঘরে ফেরেন ওপেনার অক্ষথ রেড্ডি ও তিলক ভার্মা। প্রথম দিনের শেষে হায়দরাবাদের সংগ্রহ ২ উইকেটে ১৫। প্রথম দিনে মুকেশের বোলিং ছিল এমনই ৪-৩-৩-২।

সংক্ষিপ্ত স্কোর – বাংলা ২৪২, হায়দরাবাদ ২/১৫

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.