প্রথম পাতা খবর রাশিয়ার লক্ষ্য এখন ইউক্রেনের গ্যাস পাইপলাইন!

রাশিয়ার লক্ষ্য এখন ইউক্রেনের গ্যাস পাইপলাইন!

323 views
A+A-
Reset

শনিবার কিয়েভে বহুতল আবাসনে হামলা চালিয়েছিল রুশ সেনাবাহিনী। এরপর খারকিভের প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি পাইপলাইন উড়িয়ে দেয় রাশিয়া। বিস্ফোরণের সময়কার ছবি সোশাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়। রবিবার ওই পাইপলাইন এর অনেকটাই উড়িয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এর ফলে গ্যাস সংকটে পড়তে পারে ইউক্রেন এমনটাও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।

ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর খারকিভও এখন যুদ্ধ বিদ্ধস্ত। এখনকার প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি পাইপলাইন রুশ সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে। রবিবার সকালের সেই ঘটনার ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল।

উল্লেখ্য, এর আগে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি বহুতল আবাসনেও হামলা চালায় রুশ সেনাবাহিনী। রাশিয়ার এই ধরনের বেহিসেবী আচরণে আতঙ্ক বাড়ছে সাধারণ নাগরিকদের মধ্যে।

যদিও এই গ্যাস পাইপলাইনটি কতটা গুরুত্বপূর্ণ, সেটা এখনই বোঝা যাচ্ছে না। এই বিস্ফোরণের ফলে শহরে গ্যাসের সরবরাহ বিঘ্নিত হবে কিনা, সেটাও এখনই স্পষ্ট নয়। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলেও সেই গ্যাস পাইপলাইনের কাজ এখনও পুরোপুরি বন্ধ হয়নি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.