প্রথম পাতা খবর পাঁচ জেলায় তৃণমূলের সভাপতি বদলে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পাঁচ জেলায় তৃণমূলের সভাপতি বদলে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

341 views
A+A-
Reset

মঙ্গলবার নজরুল মঞ্চে সাংগঠনিক সভায় একাধিক রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাঁচ জেলায় তৃণমূলের সভাপতি পদে বদল আনলেন মমতা। উত্তর কলকাতার সভাপতি করা হয়েছে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বদলে তাপস রায়কে রাজ্য কমিটির সহ সভাপতি পদ দেওয়া হয়েছে।

কৃষ্ণনগর জেলার সভাপতি করা হল নাকাশিপাড়ার ছয়বারের বিধায়ক কল্লোল খাঁকে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর জায়গায়া দায়িত্ত্ব দেওয়া হলো তাঁকে। বনগাঁয় আলো রানী সরকারের বদলে সভাপতি করা হয়েছে প্রাক্তন বিধায়ক গোপাল শেঠকে।তমলুকের সভাপতি হয়েছেন তুষার মন্ডল। ওই জেলার স়ংগঠনের চেয়ারম্যান করা হয়েছে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে। এতদিন দেবব্রত মণ্ডল এই দায়িত্ব সামলেছেন।

কোচবিহার জেলার দায়িত্ত্ব দেওয়া হল প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে। ওই জেলা সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে সংগঠনের চেয়ারম্যান করা হয়েছে গিরিন বর্মনকে।জেলা সভাপতি বদলের পাশাপাশি ছাত্র ও যুব সংগঠনেও বদল আনতে চলেছেন মমতা বলেও এ দিন ঘোষণা করেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.