প্রথম পাতা খবর কমতে পারে ইপিএফের সুদ, অর্থমন্ত্রকের কাছে প্রস্তাব

কমতে পারে ইপিএফের সুদ, অর্থমন্ত্রকের কাছে প্রস্তাব

264 views
A+A-
Reset

নয়াদিল্লি : ২০২০-২১ অর্থবর্ষে কমতে পারে এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এর সুদের হার। সংবাদ সংস্থা সূত্রে খবর, সুদের হার সাড়ে ৮ শতাংশ থেকে কমে ৮.১ শতাংশ হতে পারে। খুব শীঘ্রই এই নিয়ে অর্থ মন্ত্রকের কাছে প্রস্তাব দিতে পারে ইপিএফ কমিটি।

মুদ্রাস্ফীতি নিয়ে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এই পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইপিএফের সুদে কোপ পড়লে অসুবিধার মধ্যে পড়বে সাধারণ মানুষ। ১৯৭৭-৭৮ সালের পর এত নীচে নামেনি ইপিএফের সুদের হার। সেই সময় সুদের হার ছিল ৮ শতাংশ।

তবে বিরোধীরা মনে করছে চার রাজ্যে বিধানসভা ভোটে জিতে শুধু ইপিএফ নয়, জ্বালানি তেলসহ একাধিক পণ্যের দাম বাড়ানোর পথে বুক ফুলিয়ে হাঁটবে কেন্দ্র।

আরো পড়ুন : জনমুখী রাজ্য বাজেট, খুশি শিল্পমহল

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.