প্রথম পাতা খবর এবার ‘খেলা হবে’ রাষ্ট্রপতি নির্বাচনেও : মমতা বন্দ্যোপাধ্যায়

এবার ‘খেলা হবে’ রাষ্ট্রপতি নির্বাচনেও : মমতা বন্দ্যোপাধ্যায়

262 views
A+A-
Reset

খেলা কিন্তু এখনও শেষ হয়নি। ৪ রাজ্যে বিজেপি জিতলেও, রাষ্ট্রপতির কুর্সি দখলের মতো জনপ্রতিনিধি তাদের হাতে নেই। তাই জমাটি লড়াই হবে কোবিন্দের উত্তরাধিকারী নির্বাচনে। বুধবার বিধানসভার বাজেট অধিবেশনে কেন্দ্রের শাসক দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে আগামী ২৪ জুলাই, ২০২২ সালে। ফলে তাঁর উত্তরসূরি নির্বাচন ঘিরে বিজেপি ও তার জোটসঙ্গীদের সঙ্গে জমজমাট লড়াই হবে বিরোধী দলগুলির।

রাজনৈতিক বিশ্লেষকরা বক্তব্য, উত্তরপ্রদেশে বিজেপির জয় সত্ত্বেও অখিলেশ সমাজবাদী পার্টি তাদের বিধায়কের সংখ্যা বেশ বাড়িয়ে নিয়েছে। আর সেটার প্রভাব পড়তে পারে রাষ্ট্রপতি নির্বাচনে। এখন বিজেপিকে ঠেকাতে যদি সমস্ত বিরোধীরা একজোট হয়, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে বেশ কোণঠাসা হবে কেন্দ্রের শাসক দল।

রামনাথ কোবিন্দের নির্বাচনের সময় পদ্মশিবিরকে আস্থা জুগিয়েছিল বিজু জনতা দল(বিজেডি), তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতি(টিআরএস) ও ওয়াই এস আর কংগ্রেস। এবারের নির্বাচনেও মোদি-শাহ জুটি তাকিয়ে এই দলগুলির দিকে।

বিজেপিকে ঠেকাতে ২০২৪ এর লোকসভা ভোটে জোট বাঁধুক বিরোধীরা। ৫ রাজ্যে বিধানসভা ভোটের ফলঘোষণার দিনেই বলেছিলেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে আগের মন্তব্যকেই টেনে এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন, বিরোধীদের সাংসদ ও বিধায়কের সংখ্যা বিজেপি ও তার সহযোগীদের থেকে অনেক বেশি। তাই একজোট হতে পারলে, রাষ্ট্রপতি ভোটে ভাল প্রভাব পড়বে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.