কলকাতা: সিপিএমের ২৬তম রাজ্য সম্মেলনের শেষে দলের রাজ্য সম্পাদক হিসাবে মহম্মদ সেলিমের নাম ঘোষণা করা হল। উল্লেখযোগ্য ভাবে এ বার রাজ্য কমিটিতে নেই বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, গৌতম দেব, মৃদুল দে-র মতো প্রবীন নেতারা।
প্রসঙ্গত পলিটবুরো সদস্য সেলিম সিপিএমের প্রথম সংখ্যালঘু রাজ্য সম্পাদক। সূর্যকান্ত মিশ্রের জায়গায় কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্যকে রাজ্য সম্পাদকের দায়িত্ব দিতে আগ্রহী ছিলেন আলিমুদ্দিন নেতৃত্ব। জানা গিয়েছে, রাজ্য সম্মেলনের শেষ দিনে রাজ্য সম্পাদকমণ্ডলী ও বিদায়ী রাজ্য কমিটির বৈঠকে তুলনায় স্বল্প পরিচিত শ্রীদীপবাবুকে কঠিন সময়ে দলের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত রাজ্য সম্পাদক হিসেবে উঠে আসে সেলিমের নাম।
সিপিএম পলিটব্যুরো সদস্য সেলিম একাধিকবার সংসদ ও বিধায়ক হয়েছেন। বাম জামানায় ছিলেন মন্ত্রীও। এ বার তিনি রাজ্য সম্পাদক হিসেবে সূর্যকান্ত মিশ্রের ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন।