অবশেষে দিল্লিতে ইডি দফতরে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে জেরা পর্ব। সোমবার সকাল ১১টার আগেই দিল্লির ইডি-র দফতরে পৌঁছে যান অভিষেক।
ইডি-র দফতরে হাজিরার পাশাপাশি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থও হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি-র ডাকে সাড়া দিয়ে একদিকে যেমন সোমবার একদম সঠিক সময়ে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে পৌঁছেছেন তিনি। ঠিক একইসঙ্গে ইডি র এভাবে তালবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছেন তৃণমূল সাংসদ।
রবিবার কলকাতা ছাড়ার আগেই এই মামলায় শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেইমতো নিজের কথা রেখে এদিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
অপরদিকে কয়েকদিন আগেই কয়লা পাচার-কাণ্ডে অভিষেক ও তাঁর স্ত্রী রুজির বন্দ্যোপাধ্যায়কে
জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, কয়লা-কাণ্ডে নতুন তথ্য প্রমাণ হাতে এসেছ ইডি-র।
রবিবারই সস্ত্রীক দিল্লিতে পৌঁছে যান অভিষেক ও রুজিরা। দিল্লি উড়ে যাওয়ার আগে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না। বরং এর শেষ দেখে ছাড়বেন। প্রয়োজনে শীর্ষ আদালতে যাওয়ার কথাও জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ।