বাংলার বিনোদন জগতে ফের এক নক্ষত্রপতন। প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার রাতে তাঁর আকস্মিক মৃত্যু হয়ে বলে পরিবার সূত্রে জানানো হয়। বাংলা সিনেমা জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন অভিষেক। একাধিক হিট বাংলা সিনেমাতে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয় জীবনের অন্যতম প্রধান হিট সিনেমা হল ‘গীত সংগীত’, তাঁর কেরিয়ারের অন্যতম ব্যবসায়িক সফল ছবি ছিল এই সিনেমা।
মাঝে কিছুটা সময় তিনি বাংলা সিনেমার জগৎ থেকে দূরে সরে গিয়েছিলেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে অভিমান করেই নাকি তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। নিজের ঘনিষ্ঠ মহলে তিনি বেশ কয়েকবার একথা জানিয়েছিলেন যে, পলিটিকস করে তাঁকে একের পর এক সিনেমায় অভিনয় করা থেকে বঞ্চিত করে হয়েছে।
সম্প্রতি ফের অভিনয় জগতে ফিরে এসেছিলেন অভিষেক। একাধিক ধারাবাহিকে অভিনয়ও করছিলেন তিনি। ঠিক কী কারণে এভাবে হঠাৎ করেই তাঁর মৃত্যু হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ। শোকস্তব্ধ বাংলা অভিনয় জগতের অভিনেতা অভিনেত্রীরা।
বুধবার রাতে একটি চ্যানেলের হয়ে শ্যুটিং করছিলেন অভিষেক। সেখানেই বারবার অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। অসুস্থ অবস্থায় শ্যুটিং এর সেট থেকে বাড়ি ফেরেন তিনি। বাড়িতে ফিরেও তিনি অসুস্থ বোধ করতে থাকেন। অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করার কথা বলা হলেও তিনি রাজি হননি। সেক্ষেত্রে বাড়িতেই তাঁকে সেলাইন দেওয়ার ব্যবস্থা করা হয়।
শেষ পর্যন্ত বুধবার রাত ১টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রের খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর।
একাধিক হিট বাংলা সিনেমায় অভিনয় করেছেন এই অভিষেক। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি পথভোলা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। প্রাণের চেয়েও প্রিয়, গীত সংগীত, তুফান, সুজন সখী, অমর প্রেমের মতো ব্যবসায়িক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ সিনেমাতেই পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্যই তিনি বেশি জনপ্রিয় হন। সম্প্রতি বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
তাঁর মৃত্যুতে শোক স্তব্ধ বাংলা চলচ্চিত্র জগৎ। অভিনেতার এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া গোটা টলিউড জুড়ে।