উপনির্বাচনের জন্য রাজ্যে আসছে ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শনিবার রাতেই কলকাতায় পৌঁচ্ছছেন বাহিনীর সদস্যরা। রবিবার থেকে শুরু হবে এরিয়া ডমিনেশন ও রুট মার্চ। বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্যই বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। রবিবার সকালে উপনির্বাচন ঘিরে বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাব, এডিজি আইন শৃঙ্খলা, বিএফএফ আই জি এবং সিআইএসএফ আই জি। এই বৈঠকেই বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত হবে।
আগামী ১২ই এপ্রিল রাজ্যের ২ কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে। দুটি কেন্দ্রই হাইভোল্টেজ। বালিগঞ্জে উপনির্বাচন হচ্ছে প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে। আর আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে বাবুল সুপ্রিয় সাংসদ পদ ত্যাগ করায়।
পুরভোটের অশান্তিকে মাথায় রেখে উপনির্বাচন সুষ্ঠুভাবে শেষ করা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অশান্তি পাকানোর ভুরিভুরি অভিযোগও করেছে বিরোধী দলগুলি। সেসব কথা মাথায় রেখেই উপনির্বাচনে বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বাড়তি নজরে রাখা হচ্ছে দুই কেন্দ্রের স্পর্শকাতর বুথগুলিকে।
কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। মূলত ত্রিমুখী লড়াই-এ তাঁর দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কেয়া ঘোষ এবং বামেদের সায়রা শাহ হালিম। অন্যদিকে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর লড়াই বিজেপির অগ্নিমিত্রা পল এবং বামেদের পার্থ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে।