প্রথম পাতা খবর পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়াবে উব্‌র

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়াবে উব্‌র

244 views
A+A-
Reset

কলকাতা: শহরের ১২ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা জানাল উব্‌র। শনিবার সংস্থার কেন্দ্রীয় পরিচালন বিভাগের প্রধান নীতীশ ভূষণ জানিয়েছে, চালকদের দাবি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, পেট্রল-ডিজেলের মূল্যবদ্ধির ফলে তাঁরা দাবি করছিলেন ট্রিপপিছু ভাড়ানোর। সেই মতো ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অভিযোগ উঠছিল ট্যাক্সিতে চালকরা অধিকাংশ ক্ষেত্রে এসি বন্ধ করে রাখেন। ভাড়া বাড়ানোর পর যদি এসি চালানো না হয় তবে যাত্রীরা অভিযোগ জানাতে পারবেন।

তবে এই সিদ্ধান্তে খুশি নন অ্যাপ-ক্যাব-চালকদের নেতৃত্ব। তাঁরা জানাচ্ছেন, ভাড়া বৃদ্ধির পরে কিলোমিটার পিছু ভাড়া ১১ টাকা থেকে ১৪ টাকার কাছাকাছি পৌঁছতে পারে। তাঁদের দাবি, এসি চালানোর খরচে কুলোবে না, যদি না ভাড়া অন্তত ২২-২৩ টাকা করা হয়।

সরকারি নির্দেশিকা নিয়ে ৬ এপ্রিল পরিবহণ সচিবের সঙ্গে ক্যাব সংস্থার প্রতিনিধিদের একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে চালক সংগঠনের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এআইটিইউসি-র অ্যাপ-ক্যাব সংগঠনের নেতা নওলকিশোর শ্রীবাস্তব ও ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানান, ভাড়া ও কমিশন নিয়ে স্বচ্ছতা আনুক সংস্থাগুলি। সিটুর ইন্দ্রজিৎ ঘোষ কমিশন কমানোর অভিযোগ তুলেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.