করোনা সংক্রমণে আরও রাশ টানতে এবার দেশের ১৮ বছরের ঊর্ধ্বদের বুস্টার ডোজ নেওয়ার ছাড়পত্র দিল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে রবিবার থেকেই মিলবে বুস্টার ডোজ। কোভিড ১৯ এর দ্বিতীয় টিকা ৯ মাস আগে নেওয়া থাকলেই মিলবে বুস্টার ডোজ। বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলি সরকার নির্ধারিত মূল্যেই বুস্টার ডোজ দেবে।
এই মূহূর্তে বিনামূল্যে বুস্টার ডোজ পাচ্ছেন দেশের ৬০ উর্ধ্ব নাগরিকদের পাশাপাশি ডাক্তার-নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। ফ্রন্টলাইন স্টাফদের বুস্টার টিকাকরণও হচ্ছে বিনামূল্যে। এবার অর্থের বিনিময়ে ১৮ উর্ধ্ব জনগণকে বুস্টার ডোজ নেওয়ার ছাড়পত্র দিল কেন্দ্র।
দেশে সার্স- কোভিড ২ সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও ভয় দেখাচ্ছে তার নতুন ভ্যারিয়েন্ট XE। দক্ষিণ আফ্রিকা থেকে মহারাষ্ট্রে আসা ৫০ বছর বয়সী এক মহিলার শরীরে মিলেছে নয়া ভ্যারিয়েন্ট। কোভিডের এই নয়া রূপের সংক্রমণ ক্ষমতা যেহেতু ১০ গুন বেশি তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় স্বাস্থ্যমন্ত্রক। আর সেই জন্যেই ১৮ উর্ধ্বদের প্রিকশন তথা বুস্টার ডোজ নেওয়ার ছাড়পত্র দেওয়া হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহল মহল।
শুধু করোনার নয়া ভ্যারিয়েন্টের কারণেই নয়, ১৮ উর্ধ্বদের বুস্টার ডোজ নেওয়ার আরও একটি কারণও রয়েছে দেশে। কোভিড সংক্রমণের ঝুঁকি এড়াতে বুস্টার ডোজের সার্টিফিকেট আবশ্যিক করে দিয়েছে বেশ কিছু দেশ। ফলে বিদেশ যাত্রায় আর কোনও বাধা তখন থাকবে না।