প্রথম পাতা খবর রাজ্যের শিল্প সম্মেলনে মোদীর আসা নিয়ে অনিশ্চয়তা

রাজ্যের শিল্প সম্মেলনে মোদীর আসা নিয়ে অনিশ্চয়তা

337 views
A+A-
Reset

বিজিবিএস-এ আসার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু সোমবার সম্মেলনের প্রকাশিত আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীর নাম নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজ্যের শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রী আসবেন কি না।

বিজিবিএস-এর আসর বসতে চলেছে ২০-২১ এপ্রিল বিশ্ব বাংলা কনভেনশন কেন্দ্রে। এই উপলক্ষ্যে যে আমন্ত্রণপত্র প্রকাশ করা হয়েছে তাতে রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র, শিল্পমন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নাম রয়েছে। প্রশাসনিক ও রাজনৈতিক মহল মনে করছে প্রধানমন্ত্রী যদি আসতেন, তাহলে আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রীর নাম লেখা থাকাটা উচিত ছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.