আর্থিক ক্ষতি রুখতে কলকাতা পুরসভার অধীনে থাকা বাজারগুলির বিদ্যুতের খরচ এবার থেকে আর মেটানো হবে না। দোকানদারদেরই মেটাতে হবে বিদ্যুতের যাবতীয় বিল।মঙ্গলবার পুরভবনে দফতরে বসে সাফ জানালেন বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন বব্বি। তিনি জানান, পুরসভার অধীন ১৬টি বাজারের দোকানদারদের জন্য ব্যক্তিগত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতেও বলা হয়েছে সিইএসসিকে।
সম্প্রতি নবান্নের টাস্ক ফোর্সের বৈঠকে কলকাতার পুরসভার বাজারগুলি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছিল। পুরবাজারগুলিতে ইলেক্ট্রিসিটি কানেকশন ব্যাক্তিগত ভাবে করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। অভিযোগ, তারপরেও বিদ্যুৎসংস্থা সিইএসসিই ব্যাক্তিগত ভাবে দোকানদারদের কে বিদ্যুৎ সংযোগ দিতে অনীহা প্রকাশ করছে। তাই এবার কলকাতার সমস্ত পুর বাজারের ইলেক্ট্রিসিটি পেমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানালেন মেয়র পরিষদ আমিরুদ্দিন ববি। তিনি বলেন, বিদ্যুতের খরচ বাবদ বড় অঙ্কের টাকা মেটাতে হচ্ছে পুরসভার। আর্থিক ক্ষতি রুখতে এবার থেকে তাই বিদ্যুৎ সংযোগ ও বিল মেটানোর দায়িত্ব আর নেবে না কলকাতা পুরসভা।
এদিন, সিইএসসি কর্তাদের উদ্দেশে বলেন, সরাসরি দোকানদারদেরই ইলেক্ট্রিসিটির মিটার দিতে হবে। কর্তৃপক্ষ যদি বিদ্যুতের মিটার না দেয়, তাহলে তার দায়িত্বও তাঁদের নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
বাজার বিভাগের মেয়র পারিষদ জানান, পুর বাজারগুলিতে স্কোয়ার ফুট হিসাবে নতুন করে মেইনটেনেন্স চার্জ ধার্য করা হচ্ছে। ফলে সেই বাবদেও টাকা আদায় করা হবে। এর ফলে সংস্থার বিপুল ক্ষতির বোঝা বেশ কিছুটা হাল্কা হবে। পুরকর্তৃপক্ষের পদক্ষেপ সত্ত্বেও বিদ্যুৎ বন্টন সংস্থা যদি কোনও ব্যবস্থা না নেয় তাহলে রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন সেই মত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়েছেন পুরসভার বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি।