নয়াদিল্লি : গোয়া ভোটের সময় দু’জনের মধ্যে সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল তা কেটে গেল শুক্রবার সন্ধ্যায়। দিল্লিতে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল।
শুক্রবার বিকেলেই রাজধানীতে পৌঁছে যান মমতা। জানতে পারেন তাঁর সঙ্গে দেখা করতে চান কেজরীবাল।
এর আগে মমতা দিল্লিতে এলে তাঁর সঙ্গে দেখা করতে আসতেন আপ প্রধান। মাঝে গোয়া বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দুরত্ব তৈরি হয়েছিল দু’জনের মধ্যে। সেই দুরত্ব কাটিয়ে কেজরী নিজেই ফের দেখা করতে এলেন।
এর কারণ হিসাবে মনে করা হচ্ছে, জুলাই মাসে রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচন বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে প্রার্থী দিতে চাইছে বিরোধীরা। মনে করা হচ্ছে সেই বিষয়টি নিয়েই কথা বলতে এসেছিলেন আপ প্রধান।
দু’জনের মধ্যে প্রায় ৩০ মিনিট কথা হয়। রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া ২০২৪-এ লোকসভা নির্বাচন নিয়েও দু’জনের মধ্যে কথা হয়েছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা ভোটে যাতে শক্তিশালী জোট তৈরি করা যায় সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা-কেজরী। রাষ্ট্রপতি নির্বাচন তারই সলতে পাকানো।
এর আগে বিজেপি বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা। সেই চিঠিতে দেশে অস্থির পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক ডাকার প্রস্তাব দেন এমসিপি প্রধান শরদ পাওয়ার।
বিচারপতিদের একটি সভায় যোগ দেওয়ার জন্য তিনি দিল্লি গিয়েছেন। এ ছাড়ার কোনও ঘোষিত রাজনৈতিক কর্মসূচি নেই। তবে দু’দিনে এই সফরে তাঁর সঙ্গে একাধিক বিরোধী দলের নেতারা দেখা করতে পারেন।