প্রথম পাতা খবর পুজোর আগেই চালু হচ্ছে টালা ব্রিজ

পুজোর আগেই চালু হচ্ছে টালা ব্রিজ

247 views
A+A-
Reset

কলকাতা: পুজোর আগেই চালু হচ্ছে টালা ব্রিজ। বর্তমানে এই ব্রিজের পুনর্নিমাণের কাজ যে পর্যায়ে রয়েছে তাতে মনে করা হচ্ছে বাঙালি সবচেয়ে বড় উৎসব শুরুর আগে তার কাজ শেষ হয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই চালু হবে উত্তর শহরতলর লাইফলাইন টালা ব্রিজ।
৪৬৮ কোটি টাকা ব্যয়ে ৭৫০ মিটার দীর্ঘ এই সেতুটির ২৪০ মিটার অংশ কেবলের উপর শূন্যে ঝুলে থাকবে। মাঝের হাটের ধাঁচে সেতুটি কেবল স্টেড রেলওভার ব্রিজে হিসাবে আত্মপ্রকাশ করবে।
জানা গিয়েছে, নবনির্মিত ব্রিজটি চার লেনের হচ্ছে। দু’পাশে থাকছে ফুটপাথ।
১৯৬৩ সালে নির্মিত ব্রিজটি আগে ১৫০ টন ভার বহন করতে পারত,রাজ্য পুর্ত দফতরের অধীনে নয়া সেতুটি ৩৮৫ টন ভার নিতে পারবে।
কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ শনিবার বলেন, ‘‘করোনার জেরে মাঝে গতি শ্লথ হলেও এখন পূর্ত দপ্তরের পাশাপাশি পুরসভাও নির্মাণ দ্রুত সম্পূর্ণ করতে নজরদারি চালাচ্ছে। এখন যে গতিতে দিনে-রাতে কাজ চলছে তাতে পুজোর আগেই মুখ্যমন্ত্রী ব্রিজটি সাধারণের জন্য উদ্বোধন করতে পারবেন।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.