প্রথম পাতা খবর ‘সকলকে একসঙ্গে বাঁচতে হবে, বিভাজনের রাজনীতি চলবে না’, রেড রোড থেকে বার্তা মমতার

‘সকলকে একসঙ্গে বাঁচতে হবে, বিভাজনের রাজনীতি চলবে না’, রেড রোড থেকে বার্তা মমতার

299 views
A+A-
Reset

ইদ উপলক্ষে আজ রেড রোডে অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। রেড রোডে ইদের নমাজে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ইদের শুভেচ্ছা জানান। রাজ্যবাসীকে শান্তি, সম্প্রীতির বার্তা দেন। পাশাপাশি, মমতা একাধিক বিষয়ে মন্তব্য করেছেন। মমতা মঙ্গলবার নাম না করে বিজেপিকে তোপ দাগেন।

 এদিন মমতা বলেন, ‘আমি বাংলার তরফে সবাইকে ইদ মুবারক জানাতে চাই। পুরো বিশ্বে শান্তি থাকুক। আর পুরো বিশ্ব দেখুক যে বাংলায় যেরকম ঐক্য রয়েছে, সেরম ভারতের আর কোনও জায়গায় নেই। সকলকে একসঙ্গে বাঁচতে হবে। লড়তে হবে একসঙ্গে এবং জিততেও হবে। এদিন কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, “দেশের বর্তমান অবস্থা ঠিক নয়। ধর্মের নামে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে সর্বত্র। দেশে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। কিন্তু বাংলা এভাবে ভাবে না। এখানে একসঙ্গে মিলেমিশে থাকতে জানে সবাই। এখানে সবাই সমান। যত দিন বাঁচব, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান, সকলের জন্য লড়ব। দেশকে যারা টুকরো করতে চায়, হিংসা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের ক্ষমতাচ্যুত করব। মানুষের জন্য, মানবিকতার জন্য, ন্যায় বিচারের জন্য আত্মবলিদান দিতেও প্রস্তুত আমি।” একইসঙ্গে তিনি জানান, ইদের জন্য দু’দিন ছুটিও দিয়েছে রাজ্য সরকার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.