প্রথম পাতা খবর ‘নাইটক্লাবে রাহুল’ ভিডিও পোস্ট করে কটাক্ষ বিজেপির

‘নাইটক্লাবে রাহুল’ ভিডিও পোস্ট করে কটাক্ষ বিজেপির

272 views
A+A-
Reset

বন্ধুর বিয়েতে যোগ দিতে নেপাল গিয়েছেন রাহুল গান্ধী। মঙ্গলবার একটি বিদেশী নাইটক্লাবে একটি ভিডিও প্রকাশের পরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আক্রমণ শুনিয়েছে বিজেপি। নাইটক্লাবে গিয়েছেন রাহুল। যদিও কংগ্রেসের দাবি, নেপালে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সাংসদ।

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখানে দেখা গেছে তিনি কাঠমান্ডুর একটি বিখ্যাত পাব লর্ড অফ দ্য ড্রিঙ্কসে (Lord of The Drinks) রয়েছেন। এর পরেই রাহুল গান্ধীকে আক্রমণ করেছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। তাতে দেখা যায়, এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। সঙ্গে আছেন আরও কয়েকজন। ভিডিয়োয় গানও শোনা যায়। 

অমিত মালব্য টুইট করেছেন, “রাহুল গান্ধী একটি নাইটক্লাবে ছিলেন যখন মুম্বই দখল করা হয়েছিল। তিনি এমন সময়ে একটি নাইটক্লাবে আছেন যখন তার পার্টি শেষ হতে চলেছে। তিনি এমনই করে থাকেন। তিনি এসব জায়গায় যেতে অভ্যস্ত। মজার বিষয় হল, কংগ্রেস তাদের প্রেসিডেন্সি আউটসোর্স করতে অস্বীকার করার পরেই, তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী এর উপর আঘাত কাজ শুরু হয়েছে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.