দীর্ঘ জটিলতার পর বুধবার বিধায়ক হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। এদিন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করান বাবুলকে। এপ্রিল মাসের ১২ তারিখে বালিগঞ্জ কেন্দ্রে উপ নির্বাচন এবং ১৬ এপ্রিল ফল ঘোষণা হয়। তারপর প্রায় একমাস তিনি শপথ নিতে পারেননি। এবার বিধানসভার সদস্য হিসেবে বাবুল সুপ্রিয় শপথ নিলেন।
আজ, বুধবার ১২টা নাগাদ বিধানসভায় শপথ নেন বালিগঞ্জ কেন্দ্রের নির্বাচিত সদস্য বাবুল সুপ্রিয়। রাজ্যপাল বনাম বিধানসভার অধ্যক্ষের সংঘাতের জেরে জটিলতা তৈরি হয়েছিল শপথ নিয়ে। অবশেষে সেই জটের অবসান হল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে শপথবাক্য পাঠ করালেন ডেপুটি স্পিকারই।
উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, জাকির হোসেন ও আমিরুল ইসলামের বিধায়ক পদে শপথ নেওয়া নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। প্রশ্ন উঠেছিল, শপথ বাক্য কে পড়বেন, রাজ্যপাল নাকি বিধানসভার স্পিকার। শেষ পর্যন্ত দেখা যায়, রাজ্যপালই শপথ বাক্য পাঠ করান।