296
শুক্রবার ব্রাত্য বসুর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বৈঠক নিয়ে টুইটারে রাজ্যপাল জানিয়েছেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয় এদিন। প্রায় ৪৫ মিনিট রাজভবনে বৈঠক হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও জগদীপ ধনকড়ের মধ্যে। রাজ্য–রাজ্যপাল সংঘাতের মধ্যে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে উচ্চশিক্ষা কোন দিকে যাবে বৈঠকে সেই বিষয়েও আলোচনা হয়েছে। এখানে উপাচার্য নিয়োগ প্রধান ইস্যু ছিল। যা নিয়ে রাজ্যপাল নানা সমস্যা তৈরি করছেন। তবে এবার রাজ্যপাল সহযোগিতা করবেন বলেই শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন।