প্রথম পাতা খবর সোমবার বৃহস্পতিবার ফের ক্যাবিনেট বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী… একই সপ্তাহের জোড়া ক্যাবিনেট বৈঠক

সোমবার বৃহস্পতিবার ফের ক্যাবিনেট বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী… একই সপ্তাহের জোড়া ক্যাবিনেট বৈঠক

302 views
A+A-
Reset

মন্ত্রিসভার বৈঠক নিয়ে ‘রেকর্ড’ ভাঙলেন মমতা! ক্ষমতায় আসার পরে একই সপ্তাহের জোড়া ক্যাবিনেট বৈঠক । যাও একটা রেকর্ড। সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পরে বৃহস্পতিবার ফের ক্যাবিনেট বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের কর্তারা বলছেন, সাম্প্রতিক অতীতে একই সপ্তাহে পরপর দুবার ক্যাবিনেট বৈঠকের নজির নেই। বলা ভাল মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরে প্রথমবারের জন্য একই সপ্তাহে দুবার ক্যাবিনেট বৈঠক হতে যাচ্ছে বৃহস্পতিবার।

আগামীকাল বিকেল ৩টের সময় নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে বলেই খবর। চলতি সপ্তাহে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা যাচ্ছে, এসএসসি নিয়ে সিদ্ধান্তের পাশাপাশি বেশ কিছু দায়িত্ব বদলও করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই সম্ভবত একই সপ্তাহে দ্বিতীয় বার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন তিনি।

সোমবারের মন্ত্রিসভার বৈঠকে উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছিল রাজ্য পুলিসের নিয়োগের বিষয়টি। ওই দিন রাজ্য পুলিসে কয়েক হাজার পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। মহিলা কনস্টেবল পদে ২,০২০ জন (রাজ্য পুলিসের উইনার্স স্কোয়াড) এবং গোয়েন্দা বিভাগে ৬০০ জনকে (পুরুষ এবং মহিলা মিলিয়ে) নিয়োগ করা হবে। স্পেশাল হোমগার্ড পদে ১০৫ জন নিয়োগে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গ পুলিসে মহিলা কনস্টেবল মোট পদে মোট ২,০২০ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.