শিলিগুড়ি মহকুমা পরিষদ ও উপ নির্বাচনের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সর্বদল বৈঠক হয় কমিশনে। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়। যার মধ্যে গুরুত্বপূর্ণ নিরাপত্তার বিষয়টি। যেখানে কমিশনের দাবি, যথাযথ পুলিশ কর্মী থাকবে। পাশাপাশি রাজ্যের ৬টি পুরসভার ৬টি ওয়ার্ডেও সেদিন ভোটগ্রহণ। সকাল ৭টা-বিকেল ৫টা অবধি চলবে ভোটগ্রহণ। এদিন এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তবে গোটা ভোট পরিচালনার দায়িত্বে থাকবে রাজ্য পুলিস এবং সিসিটিভিতে মোড়া থাকবে সবকটি বুথ। এদিন জানান সৌরভবাবু। তবে ভোটগণনার দিন ঘোষণা করেননি তিনি।
জানা গিয়েছে, ২৬ মে থেকে কার্যকর নির্বাচনবিধি। শুক্রবার অর্থাৎ ২৭ মে থেকে ২ জুন সকাল ১১টা থেকে বেলা ৩টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ৭ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত করা যাবে ভোটপ্রচার। ভোটগ্রহণ এবং ভোটপ্রচার চলাকালীন মানতে হবে কোভিড বিধি। এদিন সংবাদ মাধ্যমকে জাননা রাজ্য নির্বাচন কমিশনার।
এদিন সৌরভ দাস বলেন, শিলিগুড়ি মহকুমা পরিষদের ৮টি আসন, ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসন ও গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনে ভোটের বিজ্ঞপ্তি জারি করে শুক্রবার সকালে। মনোনয়ন পেশ করা যাবে আগামী ২ জুন পর্যন্ত। মনোনয়ন পেশ করা যাবে সকাল ১১টা থেকে বেলা ৩টে পর্যন্ত সমস্ত কাজের দিনে। ৪ জুন হবে মনোনয়নপত্র পরীক্ষা। ৭ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে ২৬ জুন। ওই দিনই পাহাড়ে জিটিএ নির্বাচনের ভোটগ্রহণ।
তিনি জানান, আগামীকাল শুক্রবার সকাল ১০ টার সময়ে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে আজ থেকেই আদর্শ আচরণ বিধি লাঘু হয়ে যাবে বলে জানানো হয়েছে। তবে সব জায়গাতে এই বিধি কার্যকর হবে না বলেই জানানো হয়েছে। যেখানেই এই ভোট হবে সেখানে নিয়ম কার্যকর থাকবে। পাশাপাশি রাত ৯ থেকে সকাল ৯ পর্যন্ত কোনও মিছিল-মিটিং নয় বলেও জানানো হয়েছে কমিশনের তরফে।
অন্যদিকে ইভিএমেই এই ভোট হবে বলেও জানানো হয়েছে। তবে ভিভিপ্যাট থাকছে না বলেও জানানো হয়েছে।