প্রথম পাতা খবর ‘পুলিশের একটা, দুটো ভুল হলে সবাই সমালোচনা করেন, নীচুতলার কর্মীরাই সম্পদ, বললেন মমতা

‘পুলিশের একটা, দুটো ভুল হলে সবাই সমালোচনা করেন, নীচুতলার কর্মীরাই সম্পদ, বললেন মমতা

346 views
A+A-
Reset

নিচুতলার কর্মীরা না থাকলে সাফল্য আসত না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন ওসি, এসআই, কনস্টেবলরা। নিচুতলার পুলিশকর্মীরা রাজ্যের সম্পদ। আমাদের রাজ্যের পুলিশের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে।’ বৃহস্পতিবার কলকাতা পুলিশের সম্বর্ধনা অনুষ্ঠানে পুলিশকর্মীদের হয়ে এভাবেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিসের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, আমজনতার রাস্তা রুখে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের কনভয় চলে যাওয়া মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

মুখ্যমন্ত্রীর কথায়, আমি সিগন্যালে গাড়ি থামাই। কেউ চলে যেতে চাইলে বাধা দিই। কিন্তু দেখতে পাই, পুলিশের অনেক কর্তা কনভয় নিয়ে চলে যান। এই প্রচলিত ব্যবস্থা বদলাতে হবে। এর পরই মমতার উপদেশ, প্রতিটি মানুষের সময়ের দাম আছে। পুলিশ বলে সিগন্যাল না মেনে চলে যাবেন, আর সাধারণ মানুষ আটকে থাকবে, এটা হতে পারে না। এমন ঘটনা মানুষের বিরূপ প্রভাব তৈরি করে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গ পুলিশে অনেক সমস্যা আছে। তাঁরা কোথাও কিছু জানাতে পারেন না। এমনকি আর্থিক বৈষম্য থাকারও ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সমস্যা তাঁর নজরে পড়েছে। আর সেই বিষয়টি তুলে ধরে প্রশাসনিক প্রধান বলেন, আমি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কিছু বিষয় স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব এবং ফিনান্স সেক্রেটারিকে দিয়ে এসেছি। আর এহেন মন্তব্যেই সমস্যা সমাধানে আশার আলো দেখছেন পুলিশ কর্মীরা।

অন্যদিকে রাজ্য পুলিশে মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, আরও বেশি করে পুলিশে মহিলারা এগিয়ে আসুক, এটা আমি চাই। আর এই বিষয়ে কথা বলতে গিয়েই মমতা আরও বলেন, পশ্চিমবঙ্গ পুলিশে মহিলা আরও নিয়োগ করা হচ্ছে। উইনার্স বাহিনীর জন্য মহিলাদের নিয়োগ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.