বেড়েছে ভ্যাপসা গরম। শনিবারেও সেই অস্বস্তি বজায় থাকবে। গোটা রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বেও জেলায় জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বিকেল বা সন্ধ্যের দিকে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কেরলে ঢুকে পড়বে বর্ষা। মৌসুমী বায়ু কেরলের খুব কাছেই দক্ষিণ আরব সাগরে পৌঁছে গেছে। ফলে কেরলে এখন মেঘের ঘনঘটা উপকূলে। এদিকে, কলকাতায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। অস্বস্তি সূচক বাড়বে দিনের বেলায়। বেলা যত বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে, এমনটাই খবর।
আগামী ২৪ ঘন্টা রবিবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের পাঁচ জেলা যেমন দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলে জানান হয়েছে।