252
জেলা সফরে মমতা। জঙ্গলমহল সফরের আগে দুর্গাপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এদিন বিকেলে মুখ্যমন্ত্রী সড়কপথে দুর্গাপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। রাতে সেখানে থাকার পর সোমবার হেলিকপ্টারে পৌঁছাবেন পুরুলিয়া।
সোমবার বিকেল চারটে থেকে পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক হবে। ওই দিন রাতে পুরুলিয়াতেই থাকবেন মুখ্যমন্ত্রী। পরদিন, অর্থাৎ মঙ্গলবার বেলা ১১টায় তিনি পুরুলিয়ায় একটি কর্মীসভাও করবেন। তারপরেই হেলিকপ্টারে করে তিনি চলে আসবেন বাঁকুড়ায়। সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। ওইদিন রাতে বাঁকুড়ায় থাকবেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে তিনি সেখানে কর্মীসভা করবেন।