প্রথম পাতা খবর ২৬ শে জুন পর্যন্ত বাড়ানো হল গরমের ছুটি

২৬ শে জুন পর্যন্ত বাড়ানো হল গরমের ছুটি

289 views
A+A-
Reset

তীব্র দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে গরমের ছুটি বাড়ানোর নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। আগামী ২৬ শে জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হল। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে দ্রুত নির্দেশিকা জারির নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানি এবং অনেকের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী স্কুলের বাচ্চাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই অসহনীয় গরম চলতে থাকলে স্কুলপড়ুয়ারা অসুস্থ হয়ে পড়বে। তখনই তিনি শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

স্কুলশিক্ষা দফতর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, ১৫ জুনের বদলে এবার গরমের ছুটি বলবৎ থাকবে ২৬ জুন পর্যন্ত। অর্থাৎ মোট ১১ দিন বাড়ানো হল গরমের ছুটি। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সরকারের তরফে। সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাজ্যের। রাজ্যে এই দুই বোর্ড অনুমোদিত যে স্কুলগুলি রয়েছে সেখানেও যাতে এই নির্দেশিকার বিষয়ে কার্যকরী করা হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এর অনুরোধ রাজ্যের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.