প্রথম পাতা খেলা এসসি ইস্টবেঙ্গলে সই করছেন গোলকিপার সুব্রত পাল

এসসি ইস্টবেঙ্গলে সই করছেন গোলকিপার সুব্রত পাল

801 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : হায়দারাবাদ এফসি ছেড়ে ১ বছরের জন্য এসসি ইস্টবেঙ্গলে সই করছেন তারকা গোলকিপার সুব্রত পাল। সুব্রতর বিকল্প হিসেবে শংকর রায়কে লোনে ইতিমধ্যেই হায়দরাবাদের হাতে তুলে দিয়েছে লাল-হলুদ।

তবে চলতি আইএসএলের শুরুর দিকে একেবারেই ফর্মে ছিলেন না ইস্টবেঙ্গল গোলরক্ষক দেবজিৎ মজুমদার। একাধিক ম্যাচে গোল হজম করতে হয়েছে দলকে। ফলে লাল-হলুদ কর্তারা সেসময় সুব্রতর সঙ্গে কথাবার্তা শুরু করেন। সুব্রতকে নেওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়ে দিয়েছিলেন রবি ফাউলারও।

কিন্তু ধীরে ধীরে ফর্মে ফিরেছেন দেবজিৎ। চেন্নাইয়িন ম্যাচে দুরন্ত গোল সেভ করেছিলেন। তবে সুব্রতর সঙ্গে ততক্ষণে অনেকটাই কথা এগিয়ে গিয়েছিল লাল-হলুদ কর্তাদের। তাই আর নিজেদের সিদ্ধান্ত থেকে ফেরেনি লাল-হলুদ।

অন্যদিকে সুব্রত নিজেও লাল-হলুদ জার্সি পরার আগ্রহ দেখিয়েছিলেন। ফলে তাঁর হায়দরাবাদের সঙ্গে যাবতীয় চুক্তিপত্র লাল-হলুদ কর্তাদের আগেই মেল মারফত পাঠিয়ে দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : করোনা আক্রান্ত জিনেদিন জিদান

লাল-হলুদ কর্তারা তখনই জানিয়েছিলেন, সুব্রত যদি হায়দরাবাদ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা রিলিজ নিয়ে আসতে পারেন, তাহলে এসসি ইস্টবেঙ্গলে সই করতে কর্তা বা কোচ রবি ফাউলারের কোনও সমস্যা নেই।

হায়দরাবাদ এফসি জানিয়েছে, সুব্রতকে তাঁদের ছাড়তে হলে সে দলেও একজন গোলকিপার প্রয়োজন। ফলে লাল-হলুদের অতিরিক্ত গোলকিপার শংকর রায়কে লোনে চান তাঁরা। দু’পক্ষেরই কাজপত্রের কাজ শেষ।

রবিবার বিকেলেই লাল-হলুদের চুক্তিপত্রে সই করবেন সুব্রত। আপাতত এক বছরের জন্য লোনে আসছেন তিনি। তবে পরিস্থিতি অনুকূল হলে চুক্তির সময়সীমা বাড়তেও পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.