প্রথম পাতা খবর উদয়পুরে দর্জির মাথা কেটে নৃশংস খুনের ঘটনায় সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উদয়পুরে দর্জির মাথা কেটে নৃশংস খুনের ঘটনায় সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

244 views
A+A-
Reset

রাজস্থানের উদয়পুরে দর্জির মাথা কেটে নৃশংস খুনের ঘটনায় সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেত্রী নূপুর শর্মার বক্তব্য সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কানহাইয়া লাল নামের ওই দরজি। এরপরই তাঁর দোকানে ঢুকে তাঁকে নৃশংস ভাবে হত্যা করে দুই আততায়ী। ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা। এই ভয়ংকর ঘটনায় স্তম্ভিত দেশ। এই পরিস্থিতিতে বুধবার সকালে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সকলকে শান্তি বজায় রাখার আরজিও জানান তিনি।

বুধবার এক টুইটে এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেন তিনি। মমতা বলেন, উদয়পুরে যা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। হিংসা এবং উগ্রপন্থী কিছুতেই বরদাস্ত করা হবে না। তা যে বিষয়ই হোক না কেন। তিনি বলেন, উদয়পুরের প্রশাসন পদক্ষেপ করছে এই ঘটনায়। তাই এখন সবার কাছে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

কানহাইয়ার মুণ্ডচ্ছেদ করার পর একটি ভিডিও পোস্ট করে আততায়ী মহম্মদ রিয়াজ এবং ঘাউস মহম্মদ। সেই ভিডিওতে কানহাইয়ার শিরশ্ছেদের দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নূপুর শর্মাকেও খুনের হুমকি দেয় তারা। তারপরই দুজনকে গ্রেফতার করে পুলিস। খুনের ঘটনার পর উদয়পুরে ব্যাপক বিক্ষোভ-ভাঙচুর হয়। বিক্ষুব্ধরা অগ্নিসংযোগ করে খুনের প্রতিবাদ করে। গোটা রাজস্থানে এক মাসের জন্য বিধিনিষেধ জারি করা হয়েছে। অশান্তি এড়াতে গতকালই গোটা রাজ্যে ইন্টারনেট সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছিল। উদয়পুর শহরে বড় অংশে জারি হয় কারফিউ।

আরও পড়ুন: পালাবদল পাহাড়ে, অনীত থাপার দলই এবার দখল নিতে চলেছে জিটিএ-র, খাতা খুলেছে তৃণমূল

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.