এক লাফে ১৮,০০০ পার। দেশের দৈনিক করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৮১৯ জন। চতুর্থ ওয়েভ আশঙ্কা জানান দিতে শুরু করেছে মনে করছেন গবেষকরা।
ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে সব রাজ্য গুলিকে সতর্ক করা হয়েছে। আন্তর্জাতিক উড়ােন নজরদারি বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়েছে। বুধবার সব রাজ্যগুলিকে আন্তর্জাতিক উড়ােনর উপরে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে করো উপসর্গ দেখা গেলেই তাঁদের আইসোলেশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ১ লক্ষ। সেই সঙ্গে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। যা গতকালের থেকে অনেকটা বেশি। পাশাপাশি মৃত্যু হয়েছে ৩৯ জনের। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮২৭ জন। অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৫৫৫জন। করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১১৬। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪.১৬ শতাংশ। গত সপ্তাহের পজিটিভিটির রেট ৩.৭২ শতাংশ।
করোনা সংক্রমণ বাড়ছে তার শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪৫৯ জন। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখােন গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯৯৭ জন। প্রায় ৪ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ হাজার ছাড়িয়ে গিয়েছে। এদিকে দক্ষিণ ভারতের দুই রাজ্যের করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে। কর্নাটক এবং তামিলনাড়ুতে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কর্নাটকে করোনা আক্রান্ত হয়েছে ১৯৪৫ জন। আর তামিলাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ১৮২৭ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার মোট ১৪ লাখ ১৭ হাজার ২১৭ ডোজ দেওয়া হয়েছে। একই সময়ে, গত ২৪ ঘন্টায় মোট ৪,৫২,৪৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন :
ফের মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবীশ?
মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে
বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোট, স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম করতে শিবসেনা
৮ ৬ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না শ্রমিকরা, আমি দিল্লি যাব, মমতা