প্রথম পাতা খবর ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট

‘বঙ্গবিভূষণ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট

416 views
A+A-
Reset

‘বঙ্গবিভূষণ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট। এই চাপানউতোরের মাঝে সোমবার বিকালে নজরুল মঞ্চে বসেছে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠান। বাম শিবিরের তরফে এই অনুষ্ঠান বয়কটের ডাক উঠেছিল, তবে এদিন নজরুল মঞ্চে তারকা সমাবেশ। সোমবার উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, নুসরত জাহান, সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, শ্রীজাত, সোহম চক্রবর্তী, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, লীনা গঙ্গোপাধ্যায়- সহ বিনোদুনিয়ার আরও অনেকে।

বঙ্গভূষণ পেলেন- শ্রীজাত, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, ইমন চক্রবর্তী, জুন মালিয়া, লীনা গঙ্গোপাধ্যায়।

অন্যদিকে ‘বঙ্গবিভূষণ’ যাঁরা পেলেন– তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, সঙ্গীতজগতে মহান অবদানের জন্য দুই বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য ও কুমার শানু, সরোদবাদক পণ্ডিত দেবজ্যোতি বসু, বাংলা সাহিত্যচর্চার জন্য আবুল বাসার, নাট্যজগতে অপরিসীম অবদানের জন্য দেবশঙ্কর হালদারকে সম্মানিত করলেন মমতা।

পুরস্কার নিয়ে গানে গানে মঞ্চ মাতালেন দুই শিল্পী। কুমার শানু তো সটান বলেই দিলেন, ‘এত বছর ধরে গান গাইছি, বাংলা থেকে এমন সম্মান কেবল দিদিই দিলেন’। এছাড়াও তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, সরোদবাদক পণ্ডিত দেবজ্যোতি বসুকে সম্মানিত করা হয়।

পুরস্কৃত হন অর্থনীতিবিদ অজিভিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে সম্মান গ্রহণ করেন তাঁর মা। পুরস্কার মূল্য লিভার ফাউন্ডেশনকে দান করবার কথাও জানান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন :

আজ থেকে লোকাল ট্রেনের প্রতিটি কোচে বসছে টিভি

“ভালো নেই” বললেন মন্ত্রী ভুবনেশ্বর AIIMS-এ পার্থ, চলছে মেডিক্যাল পরীক্ষা

ভারতের ১৫-তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য এ বছর বঙ্গভূষণ পুরস্কার পাচ্ছেন  দেব ঋতুপর্ণা-সহ এক ঝাঁক তারকা

রুপো জিতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.