প্রথম পাতা খেলা ভারোত্তোলনে রূপো জিতলেন বিন্দিয়া রানি দেবী

ভারোত্তোলনে রূপো জিতলেন বিন্দিয়া রানি দেবী

297 views
A+A-
Reset

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022 ) মহিলাদের ৫৫ কেজি ইভেন্টে ভারোত্তোলক বিন্দিয়া রানি দেবী রূপো পদক জিতেছেন। তিনি তাঁর ইভেন্টে ভারোত্তোলনে মোট ২০২ কেজি ওজন ওঠান। তাঁর সেরা প্রচেষ্টা ছিল ৮৬ কেজি এবং তিনি ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ভার উত্তোলন করেন। মেরি কম, মীরাবাই, এবার বিন্দিয়া রানী দেবী। কমনওয়েলথ গেমসে আরও এক মনিপুরীর হাত ধরে পদক এল ভারতের। কমনওয়েলথ গেমসে দ্বিতীয় দিনে ভারোত্তোলন থেকে এল একের পর এক পদক।

শনিবার দিনের শেষের দিকে ভারোত্তোলনের ৫৫ কিলো বিভাগে বিন্দিয়ারানি দেবী রুপো পেলেন। গড়লেন গেমস রেকর্ডও।চানুর পর বার্মিংহ্যাম গেমসে দ্বিতীয় মহিলা হিসেবে পদক পান বিন্দিয়ারানি। তিনি রুপো পান। শনিবার ভারোত্তোলন থেকে ছেলে এবং মেয়েদের বিভাগ মিলিয়ে আসে মোট চার পদক। ১টি সোনা, ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ।

কমনওয়েলথ গেমসে এ ভারোত্তোলনে রূপো জয়ের জন্য বিন্দিয়া রানি দেবীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লেখেন, ‘বিন্দ্যারানি দেবী পদক জয়ের জন্য অনেক শুভেচ্ছা জানাই। আপনি গেমসে আপনার সর্বকালের সেরা পারফরম্যান্স তুলে ধরেছেন প্রত্যেক ভারতীয় আপনার সাফল্য গর্বিত”

https://youtu.be/S7fAd6wPLJk

খেলার খবরের আপডেট পেতে যান https://www.newsonly24.com/category/sports/

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.