স্কুল শিক্ষকদের (School Teacher) প্রাইভেট টিউশন নিয়ে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের প্রায় ৪৫ টি স্কুলে নোটিশ দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। এই স্কুলগুলোর প্রায় ২০০ জন শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।
ওই শিক্ষক-শিক্ষিকারা এখনও প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন কি না নাম উল্লেখ করে জানতে চাইল স্কুল শিক্ষা দফতর। স্কুলগুলির প্রধান শিক্ষক-শিক্ষিকাদের থেকেই এই রিপোর্ট তলব করেছে স্কুল শিক্ষা দফতর।
কেন রিপোর্ট তলব?
প্রাইভেট টিউশন নিয়ে একাধিকবার চাকরিপ্রার্থীরা অভিযোগ জানিয়েছেন শিক্ষামন্ত্রীর কাছে। শুধু তাই নয়, নির্দিষ্ট করে শিক্ষকদের নাম উল্লেখ করে অভিযোগ জানানো হয়েছে বলেও জানা গিয়েছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয় নিয়ে বৈঠক করেন বলে সূত্রের খবর। তারপরেই স্কুলের নাম ধরে ধরে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মূলক পদক্ষেপে করার দিকেও এগোবে রাজ্য।
আর পড়ুন: বাংলার ২ সহ দেশের ২১ বিশ্ববিদ্যালয় ভুয়ো