কলকাতা: এ বার স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে প্রথম স্থান অধিকার করেছে বাংলার স্বনির্ভর গোষ্ঠী। শুক্রবার এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত কয়েক বছরে একশো দিনের প্রকল্পে বিভিন্ন ক্য়াটাগরিতে কেন্দ্রীয় সরকারের দেওয়া মাপকাঠিতে সেরা হয়েছে পশ্চিমবঙ্গ। একবার নয়, একাধিকবার এই পুরস্কার পেয়েছে বাংলা। এবার স্বনির্ভর গোষ্ঠীতেও সেই পুরস্কার এল বাংলার মুকুটে।
মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, মোট ১০.০৪ লক্ষ্য স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। দেশের মধ্যে এই স্বীকৃতি এসেছে। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের আওতায় এই স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি হয়।
প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবর্ষে কতগুলি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে হবে, তা নির্দিষ্ট করে দিয়েছে সরকার। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে ১ লক্ষ ৯৪ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে জেলাগুলিকে।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ, জারি বিজ্ঞপ্তি