প্রথম পাতা খবর ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ, চাঞ্চল্য টিটাগড়ে

ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বোমা বিস্ফোরণ, চাঞ্চল্য টিটাগড়ে

354 views
A+A-
Reset

ব্যারাকপুর: শনিবার স্কুল চলাকালীন বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ল টিটাগড়ে। স্থানীয় সূত্রে জানা গেল, বিস্ফোরণের তীব্রতায় স্কুলবাড়ির ছাদ উড়ে গিয়েছে। সকাল ১১টা নাগাদ বোমা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী দল।

বিশ্বকর্মা পুজোর দিল টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের ছাদের সিঁড়ির অংশে ঘটে এই বিস্ফোরণ। ঘটনায় প্রকাশ, ক্লাস চলাকালীন আচমকাই ছাদে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ হয়। তাতে আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। শুরু হয় হুড়োহুড়ি। বেরিয়ে দেখা যায়স উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ছাদে গিয়ে দেখা যায়, বোমা পড়েছে।

স্কুলের এক শিক্ষকের কথায়, “আচমকা বোমার বিকট আওয়াজ৷। আওয়াজটা খুব কাছাকাছি হয়েছে বুঝতে পারছিলাম৷। কিন্তু স্কুলের ছাদেই যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা তখনও বুঝতে পারিনি”।

এর পরই স্কুলের তরফে খবর দেওয়া হয় টিটাগড় থানায়। ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা স্প্লিন্টার উদ্ধার করে পুলিশ। ওই স্কুলে বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না কি বোমা স্কুলেই মজুত করা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ফের দেশের মধ্যে শীর্ষে বাংলা, এ বার স্বনির্ভর গোষ্ঠী

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.