কলকাতা: পুজোর আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল বঙ্গবাসী। মঙ্গলবার ভোর থেকেই দফায় দফায় হালকা-মাঝারি বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ সারা দিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে, যার অভিমুখ ওড়িশা উপকূলের দিকে। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ। এ ছাড়া মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে বালাসোর হয়ে এই নিম্নচাপের উপর পর্যন্ত বিস্তৃত। এর জেরেই বাংলায় বৃষ্টিপাত।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সে কারণে ওই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এখন নতুন করে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। এরই মধ্যে আবারও নিম্নচাপে চোখরাঙানি। পুজোর মুখে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন: তাজপুর বন্দরে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ, কয়েক লক্ষ কর্মসংস্থানে আশাবাদী রাজ্যে