প্রথম পাতা খবর বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উদ্ধার ১১ কেজি সোনা, বাজারদর প্রায় ৫ কোটি টাকা

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উদ্ধার ১১ কেজি সোনা, বাজারদর প্রায় ৫ কোটি টাকা

275 views
A+A-
Reset

কলকাতা: পুজোর আগে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। দক্ষিণেশ্বর সংলগ্ন এলাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে শুক্রবার উদ্ধার করা হয় ১১ কেজি সোনা। যার বাজারদর প্রায় ৫ কোটি টাকা।

জানা গিয়েছে, ভোর চারটে নাগাদ একটি গাড়ি দাঁড়িয়েছিল বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। পুলিশের সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। তল্লাশি চালাতেই পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে যায়। তল্লাশিতে গাড়ির মধ্যে একটি ব্যাগ পায় পুলিশ। ওই ব্যাগ থেকেই উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ সোনা। পুলিশের প্রাথমিক অনুমান, বেআইনি ভাবে ওই সোনা নিয়ে যাওয়া হচ্ছিল অন্যত্র।

সোনা উদ্ধারের ঘটনায় গাড়ির চালক-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই সোনার পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। ধৃতদের নাম নেতাজি রঞ্জন পাওয়ার (৩৫), ময়ূর মনোহর পাটিল (২৯), গণেশ চৌহান (২৬) ও সুরজিৎ মুখোপাধ্যায় (২৬)। এদের মধ্যে সুরজিৎ গাড়িচালক। সে খড়দহের বাসিন্দা। বাকি তিনজন বেদিয়াপাড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, বিটি রোড দিয়ে মারুতি গাড়িটি মেদিনীপুরের রাস্তা ধরত বলে জানা গিয়েছে। গাড়িটির নম্বর প্লেট পশ্চিমবঙ্গেরই। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি ১১টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। সোনা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: চতুর্থ দিনে কুড়মিদের আন্দোলন, অবরূদ্ধ রেল, জাতীয় সড়ক

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.