প্রথম পাতা খবর সারদা-কাণ্ড: হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর

সারদা-কাণ্ড: হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর

309 views
A+A-
Reset

কলকাতা: সারদার নথি চুরি নিয়ে কাঁথি থানায় দায়ের হওয়া মামলায় সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার সেই আর্জি খারিজ করে দিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এই মামলার তদন্ত করবে রাজ্যের পুলিশই।

কী কারণে জনস্বার্থ মামলা

কাঁথি থানা সম্প্রতি সারদার তদন্তে রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নোটিশ দেয়। এর পরই জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। সিবিআই যে মামলার তদন্ত করছে তাতে শুভেন্দুকে পুলিশ কী ভাবে নোটিশ দিতে পারে? প্রয়োজনে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত করুক। এই আর্জিই জানানো হয়েছিল।

হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। তাঁর দাবি ছিল, একই মামলায় দুটি সমান্তরাল তদন্ত হতে পারে না। তাই সারদা নিয়ে কাঁথি থানায় দায়ের হওয়া মামলা সিবিআইকে দেওয়ার আর্জি জানান তিনি। উলটো দিকে, স্বাভাবিক ভাবেই নথি চুরির মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করেছিল রাজ্য সরকার।

কী বলল কলকাতা হাইকোর্ট

বুধবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টে। রাজ্য জানায়, চুরির ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলার সঙ্গে সরাসরি আমানতকারীরা জড়িত নয়। ফলে পুলিশের তদন্তে কোনো বাধা নেই।

আদালত কাঁথি থানার তদন্তে স্থগিতাদেশ দেয়নি। সিবিআইকে মামলাটি দেওয়ার আবেদন খারিজ হয়েছে। রাজ্য পুলিশই সারদা নথি চুরির তদন্ত চালিয়ে যেতে পারবে। এই মুহূর্তে মামলা সিবিআইকে হস্তান্তর করা হবে না বলে জানানো হয়েছে। ফলে সারদা মামলায় সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে তদন্ত করতে রাজ্য পুলিশের আর কোনো বাধা রইল না।

কেন অস্বস্তিতে শুভেন্দু অধিকারী

কিছুদিন আগে বিধাননগরে এমপি-এমএলএ আদালতের বাইরে সুদীপ্ত সেন বলেছিলেন, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন। তাঁর দেওয়া দ্বিতীয় চিঠিতে শুভেন্দুর নাম উল্লেখও করেন তিনি। তাঁর দাবি, শুভেন্দু তাঁর কাছ থেকে একাধিক বার টাকা নিয়েছেন। একই সঙ্গে তাঁর অভিযোগ, কাঁথি পুরসভা থেকে একটি বহুতলের প্ল্যান পাশ করিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা নিয়েছিলেন শুভেন্দু। কিন্তু তা শেষমেশ হয়নি। কাঁথি থানাও শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত শুরু করে। ওয়াকিবহাল মহলের মতে, হাইকোর্টের নির্দেশে তদন্তভার রাজ্য পুলিশের হাতেই থেকে যাওয়ার ফলে শুভেন্দুর কিছুটা অস্বস্তি বাড়ল বলেই ধরে নেওয়া যেতে পারে!

আরও পড়ুন: উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ডিএ বাড়ল ৪ শতাংশ

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.