কলকাতা: কোভিড-পূর্ববর্তী বছরগুলোতে তৃতীয়ার দিন থেকেই যে লাগামছাড়া ভিড় দেখা যেত, এ বারও সে রকমটি দেখা যাচ্ছিল। পঞ্চমীর রাতে তা একেবারে চূড়ান্ত রূপ নিল। টালা থেকে টালিগঞ্জ, সর্বত্র এক ছবি। মানুষে মানুষে ছয়লাপ শহরের রাস্তা। শনিবার মণ্ডপে মণ্ডপে ষষ্ঠী। প্রকৃত অর্থে উৎসব শুরু।
পৌরাণিক কাহিনি অনুযায়ী, মহাষষ্ঠীর দিন দেবী দুর্গা তাঁর সন্তান- সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিককে নিয়ে মর্ত্যে অবতরণ করেন। মহাষষ্ঠীর প্রাক্কালে দুর্গার বোধনের পর সমস্ত আচার-অনুষ্ঠান শুরু হয়। পুজো মণ্ডপ,মন্দির, বনেদিবাড়ি এমনকী যেখানে দুর্গার আরাধনা করা হয়, সর্বত্র ঢাকের তালে মেতে ওঠেন সকলে। এ দিনই দেবীর অকাল বোধন, আমন্ত্রণ ও অধিবাস হয়।
ষষ্ঠী তিথি শুরু- ১৩ আশ্বিন (৩০ সেপ্টেম্বর, শুক্রবার)। সময়– রাত ১০টা ৩৮ মিনিট ৯ সেকেন্ড।
ষষ্ঠী তিথি শেষ- ১৪ আশ্বিন (১ অক্টোবর,শনিবার) সময়– রাত ৮টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড।
আচার– ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পুজো প্রসস্তা। সায়ংকালে দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস।
আরও পড়ুন: সপ্তমী থেকে বৃষ্টির আশংকা, পঞ্চমীতেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ঢল