প্রথম পাতা খবর নবমীতে শহরের রাস্তায় জনস্রোত, রাত পোহালেই বিজয়া দশমী

নবমীতে শহরের রাস্তায় জনস্রোত, রাত পোহালেই বিজয়া দশমী

280 views
A+A-
Reset

কলকাতা: নবমীর রাতে শহরের রাস্তায় জনস্রোত। রাত পোহালেই বিজয়া দশমী। উমার কৈলাসে ফেরার পালা। মা দুগ্গাকে বিদায় জানানো লগ্নে একে অপরকে শুভেচ্ছা বিনিময় আর মিষ্টি মুখের পালা। সে দিকে তাকিয়েই প্রস্তুতি তুঙ্গে মিষ্টির দোকানগুলোতেও।

মহোৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। দেখতে দেখতে কেটে গেল দিন, শেষলগ্নে নবমী। নবমীর সকাল থেকেই পুজোপাঠ, অঞ্জলি, আরাধনা। এ দিন সকাল থেকেই কলকাতার মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় চোখে পড়েছে। রাত পোহালেই যে দশভূজাকে বিদায় জানানোর পালা।

সেই দুপুর থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। শ্রীভূমিতে ভ্যাটিকান সিটি একঝলক দেখে নেওয়ার জন্য কাতারে কাতারে মানুষ এসে ভিড় করেছেন। কলকাতায় যে কটি পুজো সবথেকে বেশি ভিড় টানছে, তার মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার। লালকেল্লার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। ভিড়ের পরিচিত সেই দৃশ্য দেখা গিয়েছে ম্যাডক্স স্কোয়ার, মুদিয়ালি-সহ দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলিতে।

বিজয় দশমী-র নির্ঘণ্ট: ১৮ আশ্বিন ইং ৫ অক্টোবর বুধবার- সূঃ উঃ ৫।৩৩, অঃ ৫।১৯ পূর্বাহ্ণ ৯।২৮ দশমী দিবা ১১। ১১ পর্যন্ত। পূর্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক- চরলগ্নে ও চরণেবাংশে কিন্তু কালবেলানুরোধে দিবা ৮।৩০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা।

আরও পড়ুন: নবমীতেও পিছু ছাড়ল না বৃষ্টি, ভিজল উত্তর থেকে দক্ষিণ

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.