প্রথম পাতা খবর পুজো কার্নিভালের দিন গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসছেন না চাকরিপ্রার্থীরা

পুজো কার্নিভালের দিন গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসছেন না চাকরিপ্রার্থীরা

293 views
A+A-
Reset

কলকাতা: শনিবার রেড রোডে পুজোর কার্নিভাল। ঢিল ছোড়া দূরত্বে গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্না। পুলিশের অনুরোধে ধর্নায় না বসার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা।

ঘটনায় প্রকাশ, কার্নিভালের কথা মাথায় রেখেই প্রশাসনের পক্ষ থেকে একদিনের জন্য এসএসসি চাকরিপ্রার্থীদের ধর্না প্রত্যাহার করার কথা বলা হয়। সেইমতো গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসবেন না এসএসসি চাকরিপ্রার্থীরা। অনুমান, বর্তমানে সরকারের সঙ্গে কোনো বিরোধে যেতে চাইছেন না আন্দোলনকারীরা।

পুলিশের যুক্তি, ওই এলাকাটি স্পর্শকাতর। কার্নিভালে প্রস্তুতি তুঙ্গে। শনিবার ভিড়ও হবে। কার্নিভালে যোগ দেবে প্রায় শ’খানেক পুজো কমিটি। দর্শক থাকবেন প্রচুর। এমন হাইসিকিউরিটি জোন থাকায় চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার অনুরোধ করা হয়েছিল।

৫৭২ দিনে পড়েছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। আদালতের নির্দেশে যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য। প্রয়োজনে অতিরিক্ত পদ তৈরি করে মেধাতালিকা অনুযায়ী নিয়োগ হবে বলেও জানিয়েছে রাজ্য শিক্ষা দফতর। পুজোর সময় আন্দোলনকারীদের বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ জানান খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, হাতে নিয়োগপত্র পেলে তবেই প্রতিবাদ মঞ্চ ছাড়বেন তাঁরা।

আরও পড়ুন: শনিবার রেড রোডে মেগা পুজো কার্নিভাল, নিঃশেষিত ২০ হাজার পাস

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.