প্রথম পাতা খেলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে সমতা ফেরাল ভারত, শতরান শ্রেয়সের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে সমতা ফেরাল ভারত, শতরান শ্রেয়সের

320 views
A+A-
Reset

দক্ষিণ আফ্রিকা: ২৭৮/৭ (হেনড্রিকস-৭৪, মারক্রাম-৭৯, সিরাজ- ৩৮/৩)

ভারত: ২৮২/৩ (ইশান-৯৩, শ্রেয়স-১১৩)

দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার। গত ম্যাচেও হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু জয় অধরাই থেকে গিয়েছিল। তবে লক্ষ্মীপুজোর দিন দেশবাসীর মুখে হাসি ফোটাতে সফল তিনি।

রবিবার সাত উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত। এক দিনের সিরিজে সমতা ফেরালেন শিখর ধাওয়ানরা। বল হাতে ডেথ ওভারে দাপট দেখালেন মহম্মদ সিরাজ। ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেললেন ঈশান কিশন এবং শ্রেয়স আয়ার।

প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ২৭৮ রান। টস জিতে প্রথমে ব্যাট করে ভারতের সামনে মোটামুটি বড় রানের লক্ষ্যই গড়ে তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে নজর কাড়েন হেনড্রিকস এবং মারক্রাম। তবে সিরাজ একাই নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন শাহবাজ, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং শার্দূল ঠাকুর।

সেই রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে ভারতও নিজেদের দুই ওপেনারকে হারায়। শিখর ধাওয়ান ২০ বলে ১৩ রান করে আউট হন। ২৮ রান করেন শুভমন গিল। ভারতকে সেখান থেকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান ঈশান কিশান এবং শ্রেয়স আয়ার। তাঁরা ১৬১ রানের জুটি গড়েন। শতরানের থেকে মাত্র ৭ রান দূরে থামতে হয় ঈশানকে। ৮৪ বলে ৯৩ রান করেন ঈশান। তবে ১১১ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন শ্রেয়স।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.